আমাদের ভারত, কলকাত্তা, ৩ এপ্রিল:
গত পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়ে স্পর্শকাতর বুথের সংখ্যা ২৫ থেকে ৩০ শতাংশ বাড়তে পারে বলে আগেই শোনা গিয়েছিল। কিন্তু এখন সেই সংখ্যা ১০০ শতাংশ ছুঁতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। আর এই কারণেই রাজ্যের সবকটি বুথে ভোট প্রক্রিয়ার ওয়েবকাস্টিং করা হবে। রাজ্যে মোট ৮০ হাজার ৫৩০টি বুথ রয়েছে।
ওয়েট কাস্টিং এর অর্থ ভিডিও রেকর্ডিং এবং সিইওর কন্ট্রোলরুমে সরাসরি সম্প্রচার। এক আধিকারিক জানান, এর অর্থ ১০০ শতাংশ বুথকে স্পর্শকাতর বা সংবেদনশীল হিসেবেই ধরেছে নির্বাচন কমিশন।
ওয়েবকাস্টিং সুষ্ঠু পরিচালনার জন্য কমিশন ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছে। এরপরেও সংযোগে সমস্যা হলে ওয়েবকাস্টিং এর ভিডিও সংরক্ষণ করা হবে। ভোট প্রক্রিয়ার উপর নজরদারি চালাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়া হবে।
গত পঞ্চায়েত ভোটে বহু বুথে ভোট কম পড়েছে। আবার একজন প্রার্থীর পক্ষেই একপেশে ভোট পড়েছে। এছাড়া হিংসার খতিয়ান দেখে নতুন করে স্পর্শকাতর বুথ চিহ্নিত করার নির্দেশ দিয়েছিল কমিশন। সেই অনুযায়ী নতুন করে স্পর্শকাতর বুথের সংখ্যা কমিশনের কাছে পাঠিয়েছে জেলা কর্তারা। তাতে এক একটি জেলায় ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ক্রিটিক্যাল বুথের সংখ্যা বাড়ার তথ্য পাওয়া গিয়েছে।
বুধবারই রাজ্যে জেনারেল স্পেশাল অভজারভার বা বিশেষ পর্যবেক্ষক আলোক সিনহা কলকাতায় এসেছেন। বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মাও শীঘ্রই রাজ্যে আসবেন।
ভোট ঘোষণার পর থেকে আদর্শ আচরণ বিধি বজায় রাখতে একাধিক পদক্ষেপ জারি করা হয়েছে। অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী জানিয়েছেন, সি ভিজিট অ্যাপ এর মাধ্যমে ১০০ ঘণ্টার মধ্যে জেলা থেকে আসা অভিযোগের নিস্পত্তি করা হচ্ছে। ২৮৯৫ টি অভিযোগের মধ্যে ২৪৪৪ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। ৪০৯ টি অভিযোগ খারিজ হয়েছে। এখনো পর্যন্ত বেআইনি বা সন্দেহজনক লেনদেনের নগদ, মদ, মাদক, সোনা অন্যান্য সবকিছু মিলিয়ে ১৬৪ কোটি ১৫ লক্ষ টাকা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে হয়েছে বলেও খবর কমিশন সূত্রে।