আমাদের ভারত, ২ এপ্রিল: বুধবার থেকে পাঁচ জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস। আগামী কাল থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
চৈত্রের মাঝামাঝিতেই ৪০ পার করেছে তাপমাত্রা। আগামী তিন দিন লু বইবে দক্ষিণবঙ্গে। শুষ্ক পশ্চিমী বায়ুর প্রভাবে আগামী চার দিন ধরে গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হবে। তারমধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ অসহনীয় হয়ে উঠতে পারে। সেইসঙ্গে
আবহাওয়া হবে অস্বস্তিকর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা আগামী চার দিনে আরো দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। তিন থেকে ছয় এপ্রিলের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, শিশু ও বয়স্ক মানুষদের দীর্ঘ সময়ের জন্য রোদে থাকতে নিষেধ করা হয়েছে। এই সময় ত্বকে ফুসকুরি দেখা যেতে পারে। সকালে ১১টা থেকে বিকেল চারটের মধ্যে বেশি গরম থাকবে। এই সময়ে বাইরের কাজ এড়িয়ে যেতে হয়। হালকা ফেব্রিকের, হালকা রঙের ঢিলে ঢালা সুতির জামাকাপড় পরার কথা বলা হয়েছে। রোদে বের হলে মাথা ঢেকে রাখার কথা বলা হয়েছে। মাথা ঢাকতে সুতির কাপড়, টুপি বা ছাতা ব্যবহার করার কথা বলা হয়েছে। জল শূন্যতা এড়াতে তৃষ্ণার্ত না হলেও পর্যাপ্ত জল খাওয়ার কথা বলা হয়েছে। কেউ অজ্ঞান হলে বা অসুস্থ বোধ করলেই সতর্ক হতে হবে।