সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ এপ্রিল: ঠাকুরনগর ঠাকুরবাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো দিয়ে বুধবার প্রচার শুরু করলেন বারাসত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। মন্দিরে পুজো দিয়ে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে যান। সেখানে শান্তনু ঠাকুরের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন স্বপন মজুমদার।
ওই বৈঠকে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়াও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বারাসত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, যেহেতু শান্তনু ঠাকুর মতুয়া পরিবারের সন্তান তাই আজ মতুয়া মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজ শুরু করেছি। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ভোট প্রচারের কৌশল নিয়েই আলোচনা করা হয় এদিন। জেতার ব্যাপারে ১০০% আশাবাদী স্বপনবাবু। তিনি বলেন, বারাসতে যিনি তৃণমূল প্রার্থী আছেন ১৫ বছর ধরে তার যে দুর্নীতির লিস্ট আছে, তাই মানুষ তাকে আর চাইছে না।