June Malia, Chandaneshwar Shiva temple, চন্দনেশ্বর শিব মন্দিরে সর্বসাধারণের মঙ্গল কামনায়  পুজো দিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বৃহস্পতিবার একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের কাছে ছিল পবিত্র ঈদ, অন্যদিকে তেমনি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চৈত্র সংক্রান্তির গাজন উৎসব বা পবিত্র চড়কের এক উল্লেখযোগ্য দিন। আগামীকাল চড়কের অন্যতম নীলবার বা নীলপূজার দিন। বৃহস্পতিবার বাংলা এবং ওড়িশার সীমান্ত এলাকা চন্দনেশ্বরের শিব মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। 

বাবা চন্দনেশ্বর শিবের আরেক রূপ। সেই শিবের কাছে সকলের মঙ্গল কামনায় পুজা দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। যদিও বঙ্গোপসাগরের তীরে ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার জলেশ্বর ব্লকের অধীন চন্দনেশ্বর শিব মন্দির অবস্থিত। বৃহস্পতিবার বাবা চন্দনেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মাঝে সামিল হয়ে সর্বসাধারণের মঙ্গল কামনায়  পুজো দেন মেদিনীপুর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের  তৃণমূল কংগ্রেসের  প্রার্থী জুন মালিয়া। জুন মালিয়ার সঙ্গে  উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, যুব তৃণমূল কংগ্রেসের নেতা অসিত পাল, ছাত্র নেতা  রবীন্দ্রনাথ ঘোষ দাঁতন-১,দাঁতন ২ ও মোহনপুর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের  সভাপতি তরুণ দাশ,বিপ্লব বেরা,সুমন নায়েক ও তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যনেতা সৌমেন ঘোষ, সুমন সরকার প্রমুখ।

পুজো দেওয়ার পরে জুন মালিয়া বলেন, ‘চন্দনেশ্বর মন্দির ওড়িশায় অবস্থিত হলেও এখানে পশ্চিম মেদিনীপুর সহ বাংলার বহু মানুষ আসেন। আজ গোটা তৃণমূল কংগ্রেস পরিবারের সকলের সঙ্গে এখানে পুজো দিলাম। সকলে ভালো থাকবেন সেই কামনা করলাম’। এরপর প্রার্থী বাবা চন্দনেশ্বরের শিবের নামে জয়ধ্বনি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *