Bengal police মমতার পশ্চিমবঙ্গ সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে, তোপ অমিতের, জবাব পশ্চিমবঙ্গ পুলিশের

আমাদের ভারত, ১২ এপ্রিল: আইএসআইএস-এর দুই সন্দেহভাজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতারের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে একাত নিলেন পশ্চিমবঙ্গে বিজেপি-র সহ পর্যবেক্ষক অমিত মালব্য।

অমিতবাবু শুক্রবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “এনআইএ রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে দুই প্রধান সন্দেহভাজন, বোমারু মুসাভির হুসেন শাজিব এবং সহযোগী আব্দুল মাথিন আহমেদ ত্বহাকে আটক করেছে। দুজনেই সম্ভবত কর্ণাটকের শিবমোগায় আইএসআইএস সেলের সদস্য। দুর্ভাগ্যবশত, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।”

প্রসঙ্গত, বেঙ্গালুরুর ব্রুকফিল্ডে দ্য রামেশ্বরম ক্যাফেতে গত ১ মার্চ দুপুরের খাবারের সময় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) লাগানো হয়েছিল। বিস্ফোরণে নয়জন আহত হয়। রেস্তোরাঁয় আইইডি এবং কুকার বিস্ফোরণে ব্যবহৃত টাইমার এবং ডেটোনেটর ডিভাইসের মিলের কারণে ‘তীর্থহল্লি মডিউল’ ওই হামলার পিছনে থাকতে পারে বলে সন্দেহ করা হয়েছিল। এনআইএও একই মডিউলের দিকে আঙুল তুলেছে। গত ২৯ মার্চ ফেরারিদের সন্ধানে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে এনআইএ৷

নেতা অমিত মালব্যর সমালোচনার জবাব দিয়েছে
পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার পশ্চিমবঙ্গ পুলিশের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, “জঘন্যতম মিথ্যা! অমিত মালব্যর দাবি অসত্য। সত্য হল যে, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় দুই সন্দেহভাজনকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সক্রিয় ভূমিকা কেন্দ্রীয় সংস্থাগুলি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে৷ পশ্চিমবঙ্গ কখনই সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল না এবং রাজ্য পুলিশ তার জনগণকে খারাপ কার্যকলাপ থেকে সুরক্ষিত রাখতে সর্বদা সতর্ক থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *