Modi, BJP, দুর্বল সরকারের সুযোগ নিতো শত্রুরা, শক্তিশালী বিজেপি সরকারের আমলে জঙ্গিদের বাড়ির ভেতরে ঢুকে শেষ করা হয়েছে: মোদী

আমাদের ভারত, ১১ এপ্রিল: ভোট প্রচারে গিয়ে উত্তরাখণ্ডের সভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, যখনই দেশে দুর্বল ও স্থিতিশীল নয় এমন সরকার এসেছে তখনই ভারতের শত্রুরা সুযোগ নিয়েছে। কিন্তু স্থিতিশীল বিজেপি সরকারের আমলে শত্রুর ঘরে ঢুকে তাদের শাস্তি দিয়েছে ভারত।

মোদী বলেন, দেশে যখনই কোনো দুর্বল ও স্থিতিশীল নয় এমন সরকার এসেছে, শত্রুরা তার সুযোগ নিয়েছে। সন্ত্রাসবাদ এখানে তার জাল বিস্তার করেছে। কিন্তু শক্তিশালী মোদী সরকারের আমলে সন্ত্রাসবাদীদের বাড়ির ভেতরে গিয়ে তাদের হত্যা করা হয়েছে। মোদী মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, বিজেপি সরকার ছয় দশক ধরে চলা জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছে। তিনি বলেন, বিজেপি সরকারই তিন তালাকের বিরুদ্ধে আইন তৈরি করেছে। বিজেপি সরকারই লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের সংরক্ষণ দিয়েছে। তাঁর অভিযোগ, কংগ্রেস ক্ষমতায় থাকলে “এক পথ এক পেনশন” প্রকল্প চালু হতো না। মোদির গ্যারান্টির কারণে এটা হয়েছে। তিনি আরো বলেন, কংগ্রেস প্রাক্তন সেনা কর্মীদের ৫০০ কোটি টাকা দেওয়ার কথা বলেছিল, কিন্তু মোদী সরকার উত্তরাখন্ডে ৩৫০০ প্রাক্তন সেনা কর্মীর পরিবার সহ তাদের অ্যাকাউন্টে ১ লক্ষ কোটি টাকা জমা দিয়েছে।

কেন্দ্রের বিজেপি সরকার জওয়ানদের বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এনডিএ সরকারের আমলে আধুনিক মেড ইন ইন্ডিয়া রাইফেল ও যুদ্ধবিমান নিরাপত্তা বাহিনীর জন্য বরাদ্দ করা হয়েছে।

মোদী দাবি করেন, কংগ্রেসের দুর্বল সরকার সীমান্ত এলাকায় আধুনিক পরিকাঠামো তৈরি করতে পারেনি। কিন্তু এখন সীমান্ত এলাকায় রাস্তা ও সুরঙ্গ তৈরি হচ্ছে। কংগ্রেস সীমান্তবর্তী গ্রামগুলিকে শেষ গ্রাম বলে অভিহিত করলেও বিজেপি এগুলোকে প্রথম গ্রাম হিসেবে গড়ে তুলেছে।

প্রত্যক্ষ সুবিধা হতান্তর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “কংগ্রেসের আমলে মধ্যসত্বভোগীরা দরিদ্র ও যুবকদের জন্য বরাদ্দ অর্থ চুরি করেছে। তাই বিজেপি সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে। কৃষকদের অ্যাকাউন্টে ২৪০০ কোটি টাকা জমা পড়েছে। কংগ্রেস আমলে এইসব টাকা লুট হয়ে যেত। এই লুটপাট এখন শেষ হয়েছে, আর এই কারণেই তারা আমার ওপর বিরক্ত। আমি যখন বলি দুর্নীতি সরান, তখন তারা বলে দুর্নীতিবাজদের বাঁচাও।” তিনি প্রশ্ন করেন, “এটা কি ভারতের জন্য ধ্বংসাত্মক নয়? এখানেই কি শেষ নয়? ভারতবর্ষ কি দুর্নীতিমুক্ত হওয়া উচিত নয়? আমার কাছে আমার ভারত আমার পরিবার।”

কংগ্রেসকে উন্নয়ন এবং ঐতিহ্য বিরোধী দল বলে উল্লেখ করে মোদী বলেন, এই গ্র্যান্ড ওল্ড পার্টি ভগবান রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। তারা রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল, অনেকে প্রতিবন্ধকতাও তৈরি করেছিল। তার পরেও আমরা তাদের ক্ষমা করে দিয়েছি এবং আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু রামলালার অভিষেক অনুষ্ঠান তারা বয়কট করেছে। আর এখন তারা শক্তির বিনাশ করার ডাক দিয়েছে। মানুষের উচিত কংগ্রেসকে উপযুক্ত জবাব দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *