পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: আজ দিনভর খড়্গপুরে প্রচার সারেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
সকালে নিমপুরা গুরুদুয়ারায় পুজো দিয়ে জন জাগরণ যাত্রা সারেন। সেখান থেকে মালঞ্চ, গোলবাজার দুর্গা মন্দির, বড় মসজিদ, মাতা মন্দির, বাবু পার্ক, প্রেম বাজার পর্যন্ত মিছিল ও ছোট ছোট সভা করেন। সন্ধ্যায় কৌশল্যায় কর্মিসভা করেন।