Jhargram, tourist, picture post card, পিকচার পোস্ট কার্ডের মাধ্যমে তুলে ধরা হলো ঝাড়গ্রামের পর্যটন কেন্দ্র ও জঙ্গলমহলের জীবনযাত্রার চিত্র

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ মার্চ: পর্যটন মানচিত্রে গুরুত্ব বাড়লো ঝাড়গ্রামের। ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে পিকচার পোস্ট কার্ডের মাধ্যমে তুলে ধরা হলো ঝাড়গ্রামের পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি জঙ্গলমহলের জীবনযাত্রার চিত্র। শুক্রবার সকালে ঝাড়গ্রাম ব্লকের শালবনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালবনী এলাকার একটি বেসরকারি অতিথিশালায় ভারতীয় ডাক বিভাগের এক অনুষ্ঠানের মাধ্যমে পিকচার পোস্ট কার্ডের উদ্বোধন করা হয়।

পোস্টমাস্টার জেনারেল (দক্ষিণবঙ্গ) শশী শালিনী কুজুর, সিআরপিএফ ১৮৪নং ব্যাটেলিয়নের সিইও বিআর মিনা, ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর দেব নারায়ণ রায়, এছাড়াও ভারতীয় ডাক বিভাগের মেদিনীপুর ডিভিশনের সিনিয়র পোস্টমাস্টার গুড়িয়া কুমারী পিকচার পোস্ট কার্ডের উন্মোচন করেন।

পোস্টমাস্টার জেনারেল (দক্ষিণবঙ্গ) শশী শালিনী কুজুর বলেন, “ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা আমরা ১০টি পিকচার পোস্ট কার্ডের মাধ্যমে তুলে ধরলাম। পিকচার পোস্ট কার্ডের মাধ্যমে এখানকার স্থানীয় মানুষজনের জীবনযাত্রার কথা অনেকেই জানে না তা তুলে ধরা হয়েছে। জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই সুন্দর, বাইরের বহু মানুষ তা জানে না। এই পিকচার পোস্ট কার্ডের মাধ্যমে বাইরের বহু মানুষ জঙ্গলমহল সম্পর্কে জানতে পারবে। পিকচার পোস্ট কার্ডের মাধ্যমে জঙ্গলমহল সম্পর্কে বাইরের মানুষ যেমন জানতে পারবে, তেমন তারা এখানে বেড়ানোর জন্য আসবে, যার ফলে এখানকার পর্যটন ব্যবসায় অনেক উন্নতি হবে। যার ফলে এখানকার মানুষজনের কর্মসংস্থান তৈরি হবে ও এলাকার আর্থিক উন্নতি
হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *