আমাদের ভারত, ২২ মার্চ: উত্তর প্রদেশের ২০০৪ সালের মাদ্রাসা বোর্ড আইনকে অসাংবিধানিক বলে রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের লক্ষ্মৌ বেঞ্চ জানিয়েছে, এই আইন ধর্মনিরপেক্ষতার নীতিকে লঙ্ঘন করেছে। বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি সুভাষ বিদ্যার্থীর বেঞ্চের নির্দেশ, এখন যে পড়ুয়ারা মাদ্রাসায় পাঠরত তাদের চলতি শিক্ষা ব্যবস্থার অন্তর্গত করতে হবে।
এর আগেই উত্তর প্রদেশ প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির পঠন ব্যবস্থা খতিয়ে দেখা হবে। সেই মতো গত বছরের অক্টোবরে গঠন করা হয় সিট। হাইকোর্টের এই রায়ের ফলে, সমস্ত মাদ্রাসার সরকার থেকে প্রাপ্ত অনুদান ব্যবহারের আগে আটকে দেওয়া হবে। মাদ্রাসা গুলি বন্ধ করে দেওয়া হবে। অংশুমান সিং রাঠোর নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় এই রায় দিয়েছে হাইকোর্ট।
উত্তরপ্রদেশের মাদ্রাসা বোর্ডের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আপত্তি জানান সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধীনস্থ মাদ্রাসা পরিচালন সমিতি নিয়েও। ও শেষে শুক্রবারে এই রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
সপ্তাহ দু’য়েক আগে উত্তরপ্রদেশে ১৩ হাজার মাদ্রাসা বন্ধের সুপারিশ করেছিল বিশেষ তদন্তকারী দল। সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আর্থিক তছরূপ এবং বিদেশি মুদ্রা অপব্যবহারের অভিযোগ উঠেছিল তখনই।