পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: আজ সকালে খড়ার পুরসভা এলাকায় র্যালি করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। সেখান থেকে ঘাটালের সুলতানপুরে জন সংযোগ কর্মসূচি সারেন।
দাসপুরের বোনাই, কৈজুড়ি গ্রামে রাস্তার পাশে থাকা একটি চা দোকানে এসে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে
চা চক্রে যোগ দিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন। বয়স্ক দোকানির কাছ থেকে একটি মিষ্টি পান চান। চা পান খেয়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে দলের নেতাকে টাকা দিতে বলেন। ঘুপচি চা দোকানে দেব এর মত সেলিব্রেটিকে পেয়ে কয়েকশো মানুষ তখন হুমড়ি খেয়ে পড়েছেন। কলেজ পড়ুয়া কয়েকজন ছাত্রীর সেলফির আবদার মিটিয়ে মিছিল করে এগিয়ে চলেন।
সেখান থেকে যান ঘাটালের ইড়পালা গ্রামে। এরপর আসেন কেশপুরে। ঘরের ছেলেকে দেখতে তখন রাস্তার দু’পাশে প্রচুর মানুষ ভিড় করেছেন। হুড খোলা জিপে মন্ত্রী শিউলি সাহা, ঘাটাল সংগঠনিক সভাপতি আশীষ হুদাইতকে চড়িয়ে বেরিয়ে পড়েন। যতদূর দেখা যায় শুধু তৃণমূলের পতাকা, সবুজ বেলুন আর মানুষের মিছিল। কয়েক কিলোমিটার ঘুরে র্যালি শেষ হয় বাসস্ট্যান্ড এলাকায়। এখানে সভা করেন দেব।