সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ মার্চ: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে যুযুধান দুই প্রতিপক্ষ একে অপরকে কুপোকাত করার প্রচেষ্টা চালাচ্ছে। কোনও ঘটনা ঘটলেই একে অপরকে চেপে ধরছে। এমনই এক ঘটনাকে কেন্দ্র করে সোরগোল
বাঁকুড়াজুড়ে। এই ঘটনাকে তৃণমূল সৌজন্যতা বললেও এটা তৃণমূলের দেউলিয়া রাজনীতির নমুনা বলে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার।
গতকাল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত তালডাংরায় নির্বাচনী প্রচারে বেড়িয়ে তালডাংরার তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায় নাকি সিপিএম অফিসে ঢুকে পড়েন। সেখানে উপস্থিত নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিজেপির পক্ষ থেকে তৃণমূল ও সিপিএমের সেটিং বা বোঝাপড়ার অভিযোগ তোলা হয়।
এ প্রসঙ্গে বিজেপির বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ সুভাষ সরকারের মন্তব্য, এটা তৃণমূলের দেউলিয়া অবস্থা।তিনি বলেন, আমরা অনেক আগে থেকেই বলে আসছি সিপিএমকে অক্সিজেন যোগাচ্ছে তৃণমূল। এটিই তার বড় প্রমাণ। সিপিএমকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে ভোট দেওয়া। সে কারণেই তৃণমূলের বিরোধিতা করে সিপিএমকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি।
বিজেপি প্রার্থী সুভাষবাবুর এই বক্তব্যকে কোনও আমল দিতে চায় না তৃণমূল। তৃণমূলের জেলা মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, এটা নিছক সৌজন্যতা।নির্বাচনী প্রচারে বেড়িয়ে সকলের কাছেই ভোট দেওয়ার আবেদন জানানো হচ্ছিল। ওখানে সিপিএমের অফিসও রয়েছে। সেখানে গিয়ে সৌজন্য বিনিময়ের পাশাপাশি ভোটের
আবেদনও জানানো হয়।