CM, Jalpaiguri, জলপাইগুড়ির চারটি বিধানসভায় নির্বাচনী জনসভা মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ মার্চ: জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি কেন্দ্রকে পাখির চোখ করেছে তৃণমূল।

২০১৯ সালে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ, বাম প্রার্থী ভগীরথ চন্দ রায়কে পরাজিত করে প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। নতুন করে আবার বিজেপির প্রার্থী হয়েছেন জয়ন্ত কুমার রায়। এদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন ধুপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়। এবার তৃণমূল প্রার্থীর সমর্থনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ৪টি নির্বাচনী কর্মসুচি করতে এপ্রিলের শুরুতেই আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি লোকসভার তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে ৪ এপ্রিল মালবাজার বিধানসভা ও ৫ এপ্রিল জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। তারপর ১৩ এপ্রিল ধূপগুড়ি বিধানসভা ও ১৬ তারিখ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় নির্বাচনী জনসভা করবেন তিনি। শনিবার জলপাইগুড়ি শহরের বাবু পাড়ার জেলা তৃণমূল অফিসে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে একথা বললেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ।

এ দিনের দলীয় সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মন্ত্রী বুলুচিক বড়াইক, আইএনটিটিইউসি’র জেলা সভাপতি তপন দেব, এছাড়া বিভিন্ন ব্লক ও পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *