elephant, FCI Godown, Shalboni, শালবনির এফসিআই গোডাউনের শাটার ভেঙ্গে চাল খেল রামলাল, তাড়িয়ে তাড়িয়ে সেই দৃশ্য উপভোগ করলো জনতা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ: রামলাল দ্য বস। দুলকি চালে চলেছে সে। পিছনে-সামনে শুধুই তখন চিৎকার। কিন্তু তাতে এতটুকুও ভ্রুক্ষেপ নেই। তার লক্ষ্য তখন একটাই, দ্রুত পৌঁছতে হবে এফসিআই গোডাউনে। হেলে দুলে সে পৌঁছেও গেল সেখানে। এরপর তৃপ্তি করে চাল খেয়ে পেট মোটা করে চলে গেল জঙ্গলমহলের প্রিয় রামলাল। ঠিক যেন ডন।

শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনির পিড়াকাটা সংলগ্ন কলসিভাঙার এফসিআই গোডাউনের শাটার ভেঙ্গে চাল খেল রামলাল নামে হাতিটি। এফসিআই-এর গোডাউনের শাটার ভেঙ্গে চালের বস্তা বের করে মহানন্দে চাল খায় দলছুট দাঁতাল রামলাল। সেই দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করল কয়েকশো উৎসাহী জনতা। আপনাদের জন্য‌ও রইল সেই ছবি।

উল্লেখ্য, একটা সময় পর্যন্ত ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়িয়েছে রামলাল। খাবারের সন্ধানে বেশিরভাগ সময় সরাসরি লোকালয়ে পৌঁছে গেলেও, রামলাল সাধারণ মানুষ বা গবাদি পশুর উপর তেমন একটা হামলা করেনি। বিশেষ উত্যক্ত না করলে শান্ত প্রকৃতির এই হাতিটি মানুষের দিকে তেড়েও যায় না। তাই জঙ্গলমহলবাসীর কাছে সে বড় প্রিয়। গত কয়েক মাস আগে অবশ্য রামলাল বাঁকুড়ায় পৌঁছে গিয়ে ‘দলছুট’ থেকে ‘দলনেতা’য় পরিণত হয়েছিল। তবে, বেশিদিন অবশ্য দলনেতা হয়ে থাকতে পারেনি পূর্ণবয়স্ক এই দাঁতালটি। ফের ফিরে এসেছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের জঙ্গলে। ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছে লোকালয়ে। শুক্রবার সকাল ৮- ৯টা নাগাদ চালের গন্ধ পেয়ে সরাসরি পৌঁছে গিয়েছিল সরকারি চালের গোডাউনে। তারপর সেই পুরানো মেজাজে গোডাউনের লোহার শাটার ভেঙ্গে বস্তা বের করে চাল খায় রাজকীয় ভঙ্গিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *