Dilip Ghosh, Burdwan, ওদিকে সব রিটার্য়াডরা আছে, আমি রিটার্য়াডও নই, টায়ার্ডও নই, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব, প্রতিপক্ষ প্রার্থীদের পাল্টা দিলেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, ৩০ মার্চ: কমিশনের শোকজের মুখে পড়েছেন। কিন্তু তারপরও মেজাজেই ভোট প্রচারের কাজ সারছেন বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকাল বেলা মাঠে তাঁকে ক্রিকেট খেলতে দেখা গেল। খেলার শেষে সাংবাদিকদের বললেন, আমি আছি আর কেউ নেই মাঠে। একই সঙ্গে তিনি কীর্তি আজাদকে বহিরাগত বলেও আক্রমণ শানান।

নিজের বিরোধী প্রার্থী তৃণমূলের কীর্তি আজাদকে জবাব দিতেই কি মাঠে নেমেছেন খেলতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ওইদিকে সব রিটায়ার্ড লোকেরা রয়েছে। আমি রিটায়ার্ডও নই, আমি টায়ার্ডও নই। আমি যে মাঠে যাই সেখানেই খেলি, যেমন পিচ পাই সেখানেই খেলি। ” তাঁর কথায়, “জবাব আমরা সব জায়গায় দেব। একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। ওরা তাল খুঁজে পাবে না, কখন নির্বাচন পেরিয়ে যাবে।”

এদিকে শনিবার ভোট প্রচারে বেরিয়েই আবারও তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে বহিরাগত বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। এদিন বর্ধমানের কামনাড়া গৌড় কালীবাড়িতে পুজো দেন দিলীপ ঘোষ। সেখানে পুরোহিতকে তিনি বলেন, মাকে বলুন যাতে বর্ধমান- দুর্গাপুরের মুখ রাখতে পারি। বহিরাগতরা যেন জামা কাপড় খুলে রেখে চলে যায়।

তাঁর এই মন্তব্যকে অশালীন বলে দাবি করে সোচ্চার হয়েছে তৃণমূল। তাঁদের দাবি, এর আগে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে নিয়ে অসাংবিধানিক মন্তব্য করেছেন, তাঁর জন্য কমিশন তাকে শোকজ করেছে। শুক্রবার সেই শো কজের জবাব দিয়েছেন তিনি। তার ২৪ ঘন্টা না কাটতে আবারো প্রতিপক্ষ প্রার্থীকে অশালীনভাবে আক্রমণ করলেন। তাঁদের দাবি, এই ধরনের প্রার্থীকে ভোট প্রচারে সেন্সর করা উচিত কমিশনের।

এর পাল্টায় বিজেপির তরফে দাবি করা হয়েছে, রাজ্য বিজেপির উত্থানের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতিকে নানা কু-কথা বলেছেন। তখন কি তৃণমূলের শালীনতা বোধ ঘুমিয়ে ছিল?তখন কেন প্রতিবাদ করেননি তৃণমূলের নেতারা? নিজেদের নেত্রীর জন্য এরকম আর বিরোধী নেতার জন্য অন্যরকম অবস্থান কেন?

এদিন কামনারে থেকে ভাতার যাওয়ার পথে বাইক মিছিল হয় দিলীপ ঘোষকে সামনে রেখে। ভাতারেও একটি কালী মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *