নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ৩০ সেপ্টেম্বর:
জগদ্দলের মেঘনা জুটমিলের ঠিকাদারদের কাছ থেকে তোলা চেয়ে না পেয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঘটনার জেরে আহত প্রায় 8 জন। আহতরা সকলেই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ।
আক্রান্ত ঠিকাদারদের অভিযোগ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এর নির্বাচনী এজেন্ট তৃণমূল নেতা সৌরভ সিং ও তার দলবলের বিরুদ্ধে। আক্রান্ত ঠিকাদারদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মেঘনা জুট মিলে ঠিক করে কাজ করতে দেওয়া হচ্ছে না মিলের বেশ কয়েকজন ঠিকাদারকে। তাদের থেকে টাকা চাওয়া হচ্ছে তৃণমূল নেতাদের তরফ থেকে।
সেই ঠিকাদাররা পুলিশের দ্বারস্থ হন।
সূত্রের খবর, সোমবার কাজের জন্য নিজেদের লোক নিয়ে ওই ঠিকাদাররা মিলে গেলে তাদের মিলে কাজ করতে বাধা দেওয়া হয়। এই নিয়ে বচসা বাধলে তাদের ওপর তৃণমূলের স্থানীয় নেতারা চড়াও হয় বলে অভিযোগ। এমন কি পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট সৌরভ সিং বন্দুকের বাট দিয়ে মেরে সঞ্জয় সিং নামে এক ঠিকাদারদের মাথা ফাটিয়ে দেয়।
এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে মেঘনা জুট মিল চত্বরে। বসানো হয়েছে পুলিশ পিকেট। যদিও পুলিশকে গণ্ডগোলের খবর দেওয়া সত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলে দাবি আক্রান্ত ঠিকাদারদের। অপর দিকে অভিযুক্ত তৃণমূল নেতা সৌরভ সিং গোটা বিষয়টি মিথ্যে বলে দাবি করেন।