সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ সেপ্টেম্বর: বিভিন্ন রকম প্রতারণার হাত থেকে বাঁচতে সারা দেশজুড়ে নাগরিক সতর্কতা অবলম্বন করার জন্য সচেতনতা প্রচারাভিযান শুরু হয়েছে। চলবে আগামী ৩ মাস ধরে।
বর্তমানে দেশজুড়ে নানা রকম ভাবে প্রতারণা করা হচ্ছে। এইসব প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশজুড়ে সচেতনতা প্রচার শুরু হয়েছে। ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের ভিজিল্যান্স ডিপার্টমেন্ট প্রকল্পের কর্মী ও আধিকারিকদের সঙ্গে ঠিকা শ্রমিকরা যেমন সতর্কতামূলক সেমিনার করছে তেমনি এলাকার স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও স্বাবলম্বী গোষ্ঠীর মহিলা এবং পুরুষদেরও সচেতন করার জন্য নানা অনুষ্ঠান করছে। গঙ্গাজলঘাঁটির বাঁকদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী, অভিভাবক, ছাত্রছাত্রী এবং ডিভিসির সিএসআর বিভাগের তৈরি গোষ্ঠীর সদস্যদের নিয়ে দেশে যেভাবে ক্রাইম হচ্ছে তাতে কিভাবে সতর্কতা অবলম্বন করা উচিৎ তার জন্য হাতে কলমে প্রদর্শনীর মাধ্যমে বোঝানো হয়েছে। রবিবার প্রকল্পের শিল্প নিরাপত্তা বাহিনীর সিআইএসএফ ক্যাম্পাসে প্রজেক্টারের মাধ্যমে দেখানো হয় সাইবার ক্রাইম কিভাবে হয় এবং এর জন্য কী কী সতর্কতা অবলম্বন করা উচিৎ। কর্মক্ষেত্রেই বা কি ভাবে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার সঙ্গে লড়াই করতে হবে তাও দেখানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিসির সিএসআর বিভাগের ডিজিএম অশোক কুমার তেওয়ারি, মানব সম্পদ উন্নয়ন আধিকারিক রঞ্জিত কুমার রজক, ডিজিএম (প্রশাসন) নীরজ সিনহা সহ অনেকে।
ভিজিল্যান্স আধিকারিক অরুণ কুমার বলেন, বর্তমানে সাইবার ক্রাইমে বহু মানুষ সর্বশান্ত হয়ে গেছেন। যত সতর্কতা অবলম্বন করা হচ্ছে হ্যাকাররা তার চাবিকাঠিও আবিষ্কার করে ফেলছেন। তাই কোনোভাবেই অপরিচিত কোনো ফোন নম্বরে বা আধার, প্যান চাইলে তা কোনভাবেই দেওয়া চলবে না। ফোনের ম্যাসেজে অনেক প্রলোভন থাকে তা থেকেও বিরত থাকতে হবে। বহু মানুষ জেনেও ভুল করে বসেন। সেকারণেই আমরা বিভিন্ন স্কুলে সচেতনতার পাঠ দিচ্ছি। পড়ুয়ারা ঠিক তাদের অভিভাবকদের বোঝাতে সক্ষম হবে। কোনো ভাবে প্রতারণার কবলে পড়লে সঙ্গে সঙ্গে কী করা উচিৎ সে বিষয়েও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান অরুণ কুমার।