Memorandum, Bankura, বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে সারা ভারত কৃষক মজদুর সভার স্মারকলিপি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ সেপ্টেম্বর: সারা ভারত কৃষক মজদুর সভার উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে জেলা শাসকের দফতরে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। আজ সকালে একটি মিছিল করে জেলা শাসকের দফতরে হাজির হয় সংগঠনের নেতৃত্বরা। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক শুভ্রাংশু মুখার্জি, জেলা সম্পাদক রঘুনাথ রায়, রাজীব কাড়ি, রবীন্দ্রনাথ সিংহ।

শুভ্রাংশু মুখার্জি বলেন, রাজ্যে কোনো কর্ম সংস্থান নেই, চাষি তার ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত, দীর্ঘদিন দেশের একমাত্র এরাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ। গৃহহীন মানুষ আবাস যোজনায় মাথার উপর ছাদ পাচ্ছেন না। বাঁকুড়া জেলায় হাতি সমস্যা জ্বলন্ত রূপ দেখা দিয়েছে। হাতির হানায় মানুষের প্রাণ যাচ্ছে, ঘরবাড়ি ভাঙ্গছে, ফসলের মাঠ মাড়িয়ে দিচ্ছে কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। বনবাসী আদিবাসী মানুষ তাদের জন্মগত অধিকার নিয়ে আদ্যিকাল থেকে জঙ্গলে বসবাস এবং চাষবাস করে আসছেন। তাদের দখলীকৃত জমির অধিকার থাকা সত্ত্বেও জমির পর্চা দেওয়া হচ্ছে না। উল্টে তাদের উচ্ছেদ করার চক্রান্ত চলছে। আর কিছুদিনের মধ্যেই চাষি আমন ধান খামারে তুলবে। এরজন্য গ্রামে গ্রামে শিবির করে ধান কেনার ব্যবস্থা সরকারকে করতে হবে। যাতে ফঁড়েরা সুযোগ না পায় তার কঠোর নজরদারি রাখার ব্যবস্থা করতে হবে।

রাজীব কাড়ি বলেন, কাজ না পেয়ে এখানকার বেকার যুবকরা ভিন রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক পরিচয়ে। কিন্তু সেখানে গিয়েও নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। অবিলম্বে জেলা প্রশাসন ও রাজ্য সরকারকে এই বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্ৰহণের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *