Tree, Lions Club, লায়ন্স ক্লাব অফ মেদিনীপুর সেন্ট্রালের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: লায়ন্স ক্লাব অফ মেদিনীপুর সেন্ট্রালের উদ্যোগে শনিবার বৃক্ষরোপন কর্মসূচি নেওয়া হয়েছিল। মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকায় অবস্থিত বিবেকানন্দ শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ৫০টি শাল, সেগুন ও মেহগনি গাছের চারা লাগানো হয়। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক পিন্টু সামন্ত ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক- শিক্ষিকারা।

লায়ন্স ক্লাবের পক্ষ থেকে লায়ন সুস্মিতা ব্যানার্জি, তপন ভকত, রুমা দত্ত, সুশান্ত চক্রবর্তী, জয়িতা হোড়, কৃষ্ণা ভকত ও সৌমেন ভকত বৃক্ষরোপন করেন। কর্মসূচি পরিচালনা করেন লায়ন সুমন চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *