আমাদের ভারত, শিলিগুড়ি, ২৭ জুলাই: শহরের নার্সিংহোম-সহ চিকিৎসকদের বিরুদ্ধে এক প্রবীণ নাগরিকের অভিযোগকে মান্যতা দিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। মেয়র অভিযোগ শুনে তাঁকে সোমবার পুরনিগমে ডেকে পাঠিয়েছেন।
প্রতি শনিবার শিলিগুড়ি পুরনিগমে ‘টক টু মেয়র’ করে থাকেন। এদিনও তিনি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বিভিন্ন বিষয় নিয়েই এদিন ফোন আসা শুরু করে। ২৪ নম্বর ওয়ার্ডের ৮৫ বছরের প্রবীর সাহা ফোন করেন। তিনি শহরের নার্সিংহোম-সহ চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
তাঁর অভিযোগ, “এখানে নার্সিংহোমগুলো চিকিৎসার নামে ব্যবসা চালাচ্ছে। তারা সঠিক চিকিৎসা তো করেই না। অথচ একগাদা বিল ধরিয়ে দেওয়া হয় রোগীর পরিবারের কাছে। আমার স্ত্রীকে বলা হয় টিবি হয়েছে, কিন্তু তাকে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতেই সেখানে চিকিৎসকরা বলেন তার কিছুই হয়নি। এদিকে স্ত্রী’র চিকিৎসা করাতে গিয়ে আমার প্রচুর টাকা খরচ হয়। আপনি এগুলোর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন।”
তাতেই আশ্বাস দেন মেয়র। তিনি সোমবার পুরনিগমে ডেকে পাঠিয়েছেন অভিযোগকারীকে।