আমাদের ভারত, ২৭ জুলাই: ফের বাতিল করা হয়েছে ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, পূর্ব রেলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। সোমবার ট্রেনটির কলকাতা থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু, বাংলাদেশ রেলের সঙ্গে যোগাযোগ করে আপাতত এই ট্রেনটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শর্তসাপেক্ষে ফেরত দেওয়া হবে ট্রেনের ভাড়া। এক্ষেত্রে শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলিতেই দেওয়া হবে। হারানো টিকিটের ক্ষেত্রে কোনও অর্থ ফেরত দেওয়া হবে না। বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। টিকিট ডিপোজিট রিসিপ্ট বা টিডিআর ইস্যু করা হবে না।