পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: আজ সবং ব্লক তৃণমূলের উদ্যোগে একটি উন্নয়ন বিষয়ক পর্যবেক্ষণ বৈঠক হয়। এই বৈঠকে সমস্ত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, সমস্ত কর্মাধ্যক্ষ, কোন অঞ্চল কতটা উন্নয়নের কাজ হয়েছে? তার শতকরা ভাগ কত? এবং পঞ্চায়েত সমিতির উন্নয়নের কাজের গতি এবং মান এই নিয়ে দীর্ঘ বিশ্লেষণ হয়। প্রতিটি প্রধান এবং কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতিকে এই বিশ্লেষণে অংশগ্রহণ করতে হয়। মন্ত্রী মানস ভুঁইঞা সরকারের বিভিন্ন দিক এবং সবংয়ের উন্নয়নের ব্যাপারে আলোকপাত করেন এবং সমস্ত জনপ্রতিনিধিকে বলেন, কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ও কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিকাশ ভুঁইঞা, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস দত্ত, কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র, বিধায়ক প্রতিনিধি বাদল বেরা, যুব সভাপতি নিশিকান্ত কর।
সভা শেষে মুখ্যমন্ত্রী দিল্লির নীতি আয়োগের মিটিংয়ে অপমানিত হওয়ার ঘটনার প্রতিবাদে একটি মিছিল করা হয়। সেই মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী ডাক্তার মানস ভুঁইঞা। বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মিছিলে বহু মানুষ পা মিলিয়ে ধিক্কার এবং প্রতিবাদ জানায়। মিছিলটি সবং দলীয় অফিস থেকে সবং মোড় পর্যন্ত হয়।
আজকের এই সভা থেকে মন্ত্রী মানস ভুঁইঞা ঘোষণা করেন আগামী ১৫ আগস্ট সবং ব্লকের ১৩ টি অঞ্চলে দশ হাজার তৃণমূল কর্মীরা পথে নামবেন, গ্রামের রাস্তা পরিষ্কার করার জন্য। ঝোপ জঙ্গল সাফ করার জন্য তিনি সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করতে অনুরোধ করেন।