পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এবং পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় ইউথ কমিউনিটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন হুমগড়ের বাঁধপার সহ একাধিক জায়গায় বৃক্ষরোপণ করা হয়।
উদ্যোক্তাদের তরফে সৌরভ দাস জানিয়েছেন, এদিন শতাধিক বৃক্ষরোপণ করা হয়। শুধু বৃক্ষরোপণ নয়, সেই বৃক্ষের পরিচর্যার দায়িত্ব নেওয়া হয়েছে সংগঠনের তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমগড় বন বিভাগের আধিকারিক মলয় ঘোষ, আমলাশুল বিট অফিসার রাতুল বাবু, শিক্ষক শঙ্কর মহাপাত্র, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় মন্ডল, কল্যাণ কয়লা, অভিষেক মিশ্র, সুমন্ত দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।