পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: ৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়ণকে ধরে রাখতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন চন্দ্রকোনা রোড বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে।
এদিন নয়াবসত হাইস্কুলের সামনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ দূষণ রোধ, জল অপচয় বন্ধ করা, শব্দ দূষণ রোধ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা এলাকা পরিক্রমা করে। পরিশেষে ছাত্র-ছাত্রীদের চারাগাছ বিতরণ করা হয় এবং ওই চারা গাছগুলি পরিচর্যা করার বার্তা দেওয়া হয় বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে। এদিন প্রায় ২০০ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় চারা গাছ।
উপস্থিত ছিলেন চন্দ্রকোনারোড বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক চিরঞ্জিত রানা, সভাপতি চিন্ময় ঘোষ, শিক্ষক কানাইলাল সিং, স্বপন মন্ডল, বিজ্ঞান কর্মী অমর ঘোষ, শঙ্কর প্রসাদ অধিকারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।