আমাদের ভারত, ৫ জুন: আবার আগের মত করোনা আতঙ্ক ফিরছে। ১০ দিনে ১৫ গুণের বেশি সংক্রমণ বেড়েছে। যাতে করোনার আগেই ঢেউগুলির মত সংক্রমণ ভয়ঙ্কর রূপ না ধারণ করে তার জন্য একাধিক স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হচ্ছে কেন্দ্রের তরফে।
ধীরে ধীরে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের দোড়গোড়ায় পৌঁছেছে। কেন্দ্রের তরফে সতর্কতা বিধি জারি করা হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে নানা সতর্কতা জারি করা হয়েছে। ১০ দিনে ১৫ গুণের বেশি সংক্রমণ বেড়েছে।
বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮৬৮। আক্রান্তের নিরিখে সারা দেশে প্রথম স্থানে রয়েছে কেরল। সেখানে সক্রিয় করোনা রোগী সংখ্যা ১৪৮৭। এরপরই রয়েছে দিল্লি, সেখানে আক্রান্তের সংখ্যা ৫৬১। তারপরই রয়েছে পশ্চিমবঙ্গ, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৮। একদিনে ১০৬ জন রোগী করোনায় আক্রান্ত হচ্ছেন এই রাজ্যে।
করোনার আগের ঢেউ- এর মতো সংক্রমণ ভয়ঙ্কর রূপ যাতে না ধারণ করে তার জন্য একাধিক স্বাস্থ্যবিধি পালন করতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
যেমন— * বাজার, ভিড় এলাকা, হাসপাতলে দীর্ঘ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
* কোলাকুলি বা হ্যান্ডসেক করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
* বড় সামাজিক অনুষ্ঠান সম্ভব হলে এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
*বাড়িতে বাইরে থেকে এলে হাত পা ধোয়া, জামা কাপড় পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।
*সাবান দিয়ে হাত পরিষ্কার করতে বলা হয়েছে। হাত পরিচ্ছন্ন রাখতে স্যানিটাইজার ব্যবহারে জোর দেওয়া হয়েছে।
* হাঁচি, কাশির সময় রুমাল দিয়ে নাক মুখ ঢাকতে বলা হয়েছে।
* রুমাল বা মাস্ক ব্যবহার করে ডাস্টবিনে ফেলতে হবে।
* চোখ নাক মুখ স্পর্শ করার আগে হাত ধুতে হবে।
* জ্বর, সর্দি, শ্বাসকষ্টে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
* জ্বর, কাশির উপসর্গযুক্ত ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
কাদের নিশ্চিত ভাবে করোনা পরীক্ষা করাতে হবে তা জানিয়েছে কেন্দ্র সরকার। যেমন—
* গত দু’ সপ্তাহের মধ্যে বিদেশ থেকে ফিরে যদি জ্বর, সর্দি, কাশির উপসর্গ দেখা যায় তাদের করোনা পরীক্ষা করাতে হবে।
* হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে করোনার কোনো উপসর্গ দেখা দিলে সর্বস্তরের স্বাস্থ্য কর্মীর করোনা পরীক্ষা করাতে হবে।
* কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করতে বলা হয়েছে।
* আক্রান্তের সঙ্গে একই ঘরে বসবাসকারী ব্যক্তিকেও করোনা পরীক্ষা করতে বলা হয়েছে।
* যাদের শ্বাসকষ্টের বা ইনফ্লুয়েঞ্জার উপসর্গ দেখা দিয়েছে তাদের করোনা পরীক্ষা করতে বলা হয়েছে।
* হাই রিস্ক কোভিড পজিটিভ- এর সংস্পর্শে আসা ব্যক্তির উপসর্গ না থাকলেও পাঁচদিন এবং ১৪ দিনের মাথায় কোভিড টেস্টের পরামর্শ দেওয়া হয়েছে।