পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ অক্টোবর: পূর্ব মেদিনীপুর জেলায় ২ লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকাঠামো তৈরি করেছে জেলা প্রশাসন। এখনো পর্যন্ত ৫১ হাজার মানুষকে উপকূলীয় এলাকা থেকে স্থানান্তরিত করা হয়েছে।
গত বুধবার থেকে তিন কোম্পানি বাহিনী এনডিআরএফ- এর টিম তাজপুর- শঙ্করপুর বিস্তীর্ণ উপকূল এলাকায় মোতায়েন করা হয়েছে। এসডিআরএফ- এর টিম থাকবে। তবে সংখ্যাটা এখনো জানানো হয়নি।
সমুদ্র উপকূল বরাবর পাঁচটি ব্লকে ৬০টি ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে। মূলত প্রাথমিক স্কুল এবং হাইস্কুলে এই ত্রাণ শিবির গুলি করা হয়েছে।
জেলা বিপর্যয় ব্যবস্থাপন অফিসে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সমুদ্র উপকূল বরাবর ৪৩টি মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, ৫টি মাল্টিপারপাস রেসকিউ সেন্টার রয়েছে। এবং ১৭টি স্থায়ী ফ্লাড সেল্টার রয়েছে।
ঝড়ের ফলে রাস্তায় পড়ে যাওয়া গাছ দ্রুত সরানোর জন্য ৫০০ জনের একটি আপৎকালীন টিম তৈরি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। নন্দীগ্রাম কেন্দামারি- হলদিয়া ফেরিঘাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। হলদিয়া ডকের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।