Ayodhya panchayat, TMC, আবাস যোজনার সমীক্ষার হয়নি আলোচনা, অযোধ্যা পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ প্রধান- উপপ্রধান সহ তৃণমূল নেতাদের

সাথী দাস, পুরুলিয়া, ২৪ অক্টোবর: আবাস যোজনার সমীক্ষা শুরু হতেই পঞ্চায়েত অফিসে তালা লাগানোর ঘটনা ঘটল বাঘমুন্ডিতে। সমীক্ষার সঙ্গে যুক্ত পঞ্চায়েত সচিব ও কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ তৃণমূলের নেতা কর্মীরা। তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকা ওই পঞ্চায়েত কার্যত অফিসের সময় থেকেই তালাবন্ধ হয়ে থাকল দিনভর। ঘটনাটি অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের। বৃহস্পতিবার, পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ সদস্য-সদস্যারা পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।

বিবরণে জানা গিয়েছে, রাজ্য আবাস যোজনার টাকা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ডিসেম্বর মাসেই সেই টাকা দেওয়ার কথা। সেই মতো সমীক্ষার কাজও শুরু হয়েছে পুরুলিয়া জেলাতে। জেলার সব পঞ্চায়েত এলাকাগুলিতেই সমীক্ষার কাজ চলছে বলে জানা গিয়েছে। যোগ্য প্রাপক কারা তা খতিয়ে দেখতে বাড়ি বাড়ি ঘুরে পঞ্চায়েত কর্মীরা সমীক্ষার কাজ শুরু করেছেন। বিক্ষোভকারীদের বক্তব্য পঞ্চায়েত কর্মীরা জনপ্রতিনিধিদের সাথে আবাসের সার্ভের ব্যাপারে কোনো আলোচনা না করেই তাঁরা সমীক্ষা শুরু করেছেন বলে দাবি অভিযোগ। তাছাড়া আবাসের তালিকাও তাদেরকে দিতে নারাজ পঞ্চায়েত কর্মীরা বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের অযোধ্যা অঞ্চল সভাপতি শিবনাথ সরেন ও এস টি সেলের ব্লক সভাপতি শিবরাম কিস্কু। এই ঘটনাকে ঘিরেই তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ তৃণমূলের নেতা কর্মীরা। সকাল দশটা থেকে বিক্ষোভ চলে। তিনটে নাগাদ পঞ্চায়েত সচিব বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *