আমাদের ভারত, ২৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইটিবিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইটিবিপি হিমবীর এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আইটিবিপি-কে সাহসিকতা ও ত্যাগের প্রতীক হিসেবে বর্ণনা করেন। প্রাকৃতিক বিপর্যয় এবং উদ্ধার কাজে তাঁদের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তাঁদের এই কাজের জন্যই মানুষের মনে তাঁরা গর্বের জায়গা করে নিয়েছেন।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রতিষ্ঠা দিবসে আইটিবিপি হিমবীর ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা। এই বাহিনী সাহসিকতা ও ত্যাগের প্রতীক। প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতি এবং দুর্গম গিরিপথের মতো জায়গাতেও তাঁরা আমাদের রক্ষা করেন। এর পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় এবং উদ্ধার কাজে তাঁদের ভূমিকায় মানুষের মনে গর্বের জায়গা করে নেয়।” প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে এ কথা জানা গিয়েছে।