পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এই তিন মূল মন্ত্রকে পাথেয় করে গতকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনের মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রশিক্ষণ শিবির।
শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি অভিনব প্রশিক্ষণ শিবির ও কর্মশালা আয়োজিত হয়। এদিন শহরের শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইঞা, কামারহাটির বিধায়ক মদন মিত্র, প্রাক্তন বিধায়ক নির্বেদ রায়, টিএমসিপি’র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ও অরূপ চক্রবর্তী সহ শাসক দলের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মকে রাজনীতির পাঠ দিতেই এই কর্মসূচি হয়েছে। ছাত্র রাজনীতি, বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব, ছাত্র রাজনীতির আঞ্চলিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক গুরুত্ব সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। জেলায় প্রথম এরকম কর্মসূচি আয়োজিত হয়েছে বলে দলীয় নেতৃত্ব জানিয়েছে।
এদিন মন্ত্রী মানস ভুঁইঞা বলেন, এই কর্মসূচিতে যোগ দিতে পেরে আমি আপ্লুত। দারুণ অভিজ্ঞতা হল।
আজ শেষ দিন বিদ্যাসাগর হলে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, প্রাক্তন সাংসদ ঋতব্রত ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই দুই দিন শিবিরে প্রায় হাজার পাঁচেক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।
টিএমসিপি’র রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তি এবং জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এদিনের কর্মশালায় প্রথম সারির নেতাদের থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।