TMC, Medinipur, মেদিনীপুরে বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর ১১৭তম আত্ম বলিদান দিবস পালন তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: আজ স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর ১১৭তম আত্ম বলিদান দিবস। মেদিনীপুর শহরের হবিবপুর এলাকাতে ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে তার মূর্তিতে মাল্যদান করে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।

অন্যদিকে, জেলার কেশপুর ব্লকের মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈত্রিক ভিটেতে রাজ্য সরকারের পক্ষ থেকে দিনটি সাড়ম্বরে উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিষ হুদাইত, দলনেতা মহঃ রফিক, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই, প্রদ্যুৎ পাঁজা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলার আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য আধিকারিক বরুণ মন্ডল।

আজকের দিনটি কেশপুর সহ মেদিনীপুর জেলাবাসীর কাছে এক অন্যরকম স্বাধীনতা উদযাপনের দিন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই মোহবনী গ্ৰামে জেলার এই বীর শহিদের আত্মবলিদান দিবসকে এখনকার প্রজন্মের কাছে তুলে ধরতে নানান উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।

আজের অনুষ্ঠানে শুধু বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক দলগুলোই নয়, সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *