পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে কর্মক্ষেত্রে লাঞ্চিত হচ্ছে বাঙালিরা, আর সেখানে থাবা বসিয়েছে অবাঙালিরা। সেই লাঞ্চিত বাঙ্গালিদের স্বার্থে এবার এগিয়ে এসেছে “বাংলার পক্ষ” সংগঠন।
শনিবারে বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ফকিরকুয়াতে “বাংলার পক্ষ” সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। এদিন ফিতে কেটে নতুন কার্যালয়ে উদ্বোধনের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সংগঠনের তরফে। পাশাপাশি মেদিনীপুর জেলার বিভিন্ন কর্মক্ষেত্রে বাঙালির প্রতি দুর্ব্যবহার সহ অবাঙালিদের চোখ রাঙ্গানির ঘটনা ঘটলে সেই অভিযোগ পাওয়ার সাথে সাথেই বাঙালির অধিকার নিয়ে রুখে দাঁড়াবে এই সংগঠন।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন “বাংলার পক্ষ” সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল লতিফ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।