করোনা আতঙ্কে পর্যটক শূন্য গড়চুমুক গাদিয়াড়া

আমাদের ভারত, হাওড়া, ১৭ মার্চ: করোনা আতঙ্কের রেশ এবার এসে পড়ল হাওড়া জেলার একাধিক পর্যটন কেন্দ্রে। আর তার জেরেই পর্যটক শূন্য হয়ে পড়ল হাওড়া জেলার অন্যতম দুই পর্যটন কেন্দ্র গড়চুমুক ও গাদিয়াড়া। করোনা ভাইরাসের প্রভাব ক্রমেই বিস্তার করছে ভারতে। ইতিমধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এই রাজ্যে সেভাবে করোনা আক্রান্তের সংখ্যা না বাড়লেও রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্কুল, কলেজ, সিনেমা হল, বিনোদন পার্ক, দ্রষ্টব্য স্থান বন্ধ রাখার পাশাপাশি জনসাধারণকে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও তাদের দৈনন্দিন কমসূচির পরিবর্তন ঘটিয়েছে। এদিকে করোনার সংক্রমণ আটকাতে মঙ্গলবার থেকেই গড়চুমুক পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, আগামী ৩১ মার্চ পর্যন্ত এই পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তাদের মতে সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে করোনা আতঙ্কে সোমবার থেকেই পর্যটক শূন্য হয়ে পড়ল গাদিয়াড়া। স্থানীয় ব্যাবসায়ীদের মতে অন্যান্য বছরে এই সময় গাদিয়াড়ায় পর্যটকদের ভিড়ে গাদিয়াড়া জমজমাট হয়ে থাকলেও সোমবার থেকেই মাছি তাড়াচ্ছি। দুটি পর্যটন কেন্দ্রের ব্যাবসায়ীদের মতে পর্যটকদের উপরে ভরসা করেই আমাদের জীবিকা নির্বাহ আর সেই পর্যটকরা না আসলে আমাদের সংসার চালানো দূরূহ হয়ে উঠবে।
এদিকে গড়চুমুক পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান, প্রাথমিক ভাবে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও প্রয়োজনবোধে এই সময় সীমা বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *