ধর্মীয় উপাচার বজায় রেখে বন্ধ হল পাথরচাপড়ির দাতাবাবার মেলা ও সিউড়ির ভারত সেবাশ্রম সংঘের ত্রিশূল উৎসব

আমাদের ভারত, বীরভূম, ১৭ মার্চ: ধর্মীয় উপাচার বজায় রেখে চলতি বছরে বন্ধ হয়ে গেল পাথরচাপড়ির দাতাবাবার মেলা ও সিউড়ির ভারত সেবাশ্রম সংঘের ত্রিশূল উৎসব। ২০ শে মার্চ থেকে শুরু হতে চলা ভারত সেবাশ্রম সঙঘের তরফে মঙ্গলবার আশ্রমের গেটে বিজ্ঞপ্তি টাঙিয়ে তা জানিয়ে দেওয়া হয়। এদিনই বিকেলে প্রশাসনিক বৈঠকের পর বন্ধের কথা জানান পাথরচাপড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা নলহাটির বিধায়ক মইনুদ্দিন শামস। দুই সংস্থার তরফে জানানো হয় নির্দিষ্ট দিনে ধর্মীয় পুজো উপাচার চাদর চড়ানো উরুষ পালিত হবে। কিন্তু কোনও জনসমাগম করতে দেওয়া হবে না।

সিউড়ির লালকুঠি পাড়ায় ভারত সেবাশ্রম সংঘের নিজস্ব আশ্রম চত্বরে এবছর ৬১ তম বার্ষিক ত্রিশূল উৎসব পালিত হওয়ার নির্ধারিত কর্মসূচি ছিল। তিন দিনের এই ত্রিশূল উৎসব আগামী ২০ মার্চ শুরু হওয়ার কথা ছিল। তার আগেই আশ্রমে জরুরি বৈঠকে বসে আশ্রমের স্বামীজী ও উৎসব পরিচালন কমিটি। সিউড়ি আশ্রমের অধ্যক্ষ স্বামী শুভানন্দ মহারাজ জানান, মানুষের সেবা আমাদের প্রথম লক্ষ্য। সেখানে উৎসবে মানুষ এলে যদি অসুস্থ হয়ে যায় সে উৎসব আমরা পালন করব না। তাই আমরা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছি ত্রিশূল উৎসবে কোনও শোভাযাত্রা, কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। তবে ধর্মীয় কাজ চলবে। একইভাবে সিউড়ির কাছেই শতাব্দী প্রাচীন পাথর চাপড়ির মেলা। সেখানে আগামী ২৩ মার্চ থেকে দাতা বাবার মাজারে উরুষ উৎসব পালনের কথা। চলার কথা  আগামী ২৯ মার্চ পর্যন্ত। মেলা উপলক্ষ্যে শুধু এ রাজ্য নয় সারা দেশ সমেত বাংলাদেশ, ইরান, পাকিস্থান, আরব থেকে ভক্তরা আসেন। জেলাশাসক মৌমিতা গোদারা, বীরভূম জেলা পরিষদের মুখ্য পরামর্শদাতা অভিজিত সিংহ, মইনুদ্দিন শামস সহ মেলা কমিটির সঙ্গে বৈঠক হয়। মইনুদ্দিন শামস জানান, করোনার কথা ভেবে বিশ্ব জুড়ে বিভিন্ন ইসলামিক ধর্মীয় স্থান সমাবেশ বন্ধ করে দিচ্ছে। মক্কা থেকে সৌদি আরব সর্বত্র একই চিত্র। সেই ধারা অক্ষুন্ন রেখে আমরা এবছরের মেলা সমাবেশ বন্ধ করে দিলাম।

এদিকে পাথর চাপড়ি গিয়ে দেখা যায় ইতিমধ্যে মেলা বসতে শুরু করেছে। মেলা কমিটির সদস্য আসরফ আলি জানান, মেলা বসতে দেওয়া হবে না। তবে স্বাভাবিক ধর্মীয় উপাচার, দোকান পাট খোলা থাকবে। আমরা প্রশাসনের সহযোগিতা করার জন্য কোনও সমাবেশ করতে দেব না। তবে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, দুটি জায়গাতেই উপযুক্ত নজরদারি রাখতে হবে। স্বাস্থ্য দফতরের তরফে মাস্ক ও হাত ধোওয়ার ব্যবস্থা রাখতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *