Toll tax, দেশজুড়ে বাড়ল টোল ট্যাক্স, জাতীয় সড়কেও যাতায়াত খরচ বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা

আমাদের ভারত, ১ এপ্রিল: দেশজুড়ে বাড়লো জাতীয় সড়কের টোলের খরচ। জানা গিয়েছে, চলতি মাস অর্থাৎ ১ এপ্রিল থেকেই জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে যাতায়াতের জন্য দেশজুড়ে টোল চার্জ চার থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি করছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।

এমনিতেই প্রতি অর্থবর্ষে ১ এপ্রিল থেকে জাতীয় সড়কে টোল ট্যাক্সের পরিমাণ বাড়ানো হয়। সেই অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকেই টোল খরচ বাড়লো। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ সমস্ত জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের জন্য আলাদাভাবে টোলের খরচ বা বৃদ্ধির হার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

ভারতের জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের অধীনে ৮৫৫টি টোল প্লাজা রয়েছে। ২০০৮ সালে জাতীয় মহাসড়ক ফি, নিয়ম মেনে তারতম্য ঘটে। এর মধ্যে প্রায় ৬৭৫টি টোল প্লাজার খরচ চালায় সরকার। বাকি‌ ১৮০টি বেসরকারি কনফেশনারদের দ্বারা পরিচালিত হয়।

সংশোধিত টোলট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কারণে দিল্লি- মিরাট এক্সপ্রেস ইস্টার্ন পেরিফেরাল, এক্সপ্রেস দিল্লি- জয়পুর হাইওয়ে সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের ভোগান্তি বাড়বে বলে মনে করা হচ্ছে।

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, টোল প্লাজাগুলির রক্ষণাবেক্ষণ মুদ্রাস্ফিতি সহ একাধিক কারণে চলতি অর্থ বর্ষের খরচের পরিমাণ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টোল ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে পণ্য ও যাত্রী পরিবহনের সঙ্গে যুক্ত সংগঠনগুলি। এই বিষয়ে কেন্দ্র সরকারকে চিঠি দেওয়ার পরেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বরং টোল খরচ বাড়ানোর ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনাও জোরালো হচ্ছে। পাশাপাশি ভাড়া বাড়তে পারে বাস সহ অন্যান্য গাড়ির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *