পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিজেপি ও সিপিআইএমের ষড়যন্ত্রে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ার অভিযোগ তুলে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে গোদাপিয়াশোলে ধিক্কার মিছিল করল তৃণমূল নেতা- কর্মীরা। এই দিন এই ধিক্কার মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলান।
মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের নেতা সন্দীপ সিংহ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এদিন গোটা এলাকার মিছিল করার পাশাপাশি পথসভার মাধ্যমে শেষ হয় এই ধিক্কার কর্মসূচি।