পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: সিপিআইএম ও বিজেপির যৌথ ষড়যন্ত্রে ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে চন্দ্রকোনা রোডে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এদিন এই ধিক্কার মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছিলেন।
এদিন গোটা শহর এই মিছিল পরিক্রমা করার পর অবশেষে শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয় এই ধিক্কার কর্মসূচি। উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক রাজীব ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মানস নায়েক সহ অন্যান্য তৃণমূল নেতা- কর্মীরা।