পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়। এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াতে পশ্চিম মেদিনীপুর জেলার এসএফআই এবং ডিওয়াইএফআই সংগঠন মেদিনীপুর জেলাশাসক এর কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর ছবি- সহ টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়।
পাশাপাশি একই ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষক- শিক্ষিকাদের চাকরি বাতিল হয়। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াতে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূল জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তি জানান যে, সুপ্রিম কোর্টের এই রায় অমানবিক। আমরা এই রায় মানি না, সিপিএম এবং বিজেপির চক্রান্তের শিকার হয়েছেন এই সব শিক্ষকরা। রাজ্যকে বদনাম করতে এই রায়।