সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়-সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহামিছিলের আয়োজন করা হয়।
আজ বিকেলে লালবাজার মোড় থেকে বিশাল মিছিল শুরু হয়।ব্যাপক পুলিশি নিরাপত্তায় কয়েক হাজার কর্মী সমর্থক এই মিছিলে অংশ নেয়। ঢাক, বাজনা নিয়ে এই মিছিল নির্বাচনী মিছিলকে মনে করিয়ে দেয়। হুড খোলা গাড়িতে চড়ে মাইক হাতে তৃণমূল সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী চাকরি হারানো শিক্ষকদের সহানুভূতি জানানোর পাশাপাশি উদ্ভূত এই পরিস্থিতি সিপিএম এবং বিজেপির চক্রান্ত বলে অভিহিত করেন। তিনি জনসাধারণকে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এদিনের মিছিলে সভাধিপতি অনুসূয়া রায়, মন্ত্রী জোৎস্না মান্ডি সহ তৃণমূলের জেলা নেতৃত্ব অংশ নেন। মাচানতলা মোড়ে মিছিল শেষ হয় এবং সেখানে এক সভা অনুষ্ঠিত হয়।