CPIM, Jalpaiguri, একাধিক পুর পরিষেবার দাবি, পুরসভা ঘেরাও জলপাইগুড়ি সিপিআইএম- এর সদর পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ এপ্রিল: আবেদন করে নতুন করে বৃদ্ধ-বৃদ্ধা ও বিধবা ভাতা পাচ্ছেন না জলপাইগুড়ির বয়স্করা। হাউজ ফল অল প্রকল্পের টাকাও আটকে, পানীয় জলের সমস্যা বাড়ছে এরকম একাধিক পুর পরিষেবার দাবি তুলে পুরসভা ঘেরাও করল জলপাইগুড়ি সিপিআইএম- এর সদর পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটি।

শুক্রবার শহরে মিছিল করে আন্দোলনকারীরা পুরসভায় অভিযানে উদ্দেশে রওনা দিয়েছিলেন। বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। সেখানেই আন্দোলনকারীরা বাইক নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুরসভায় প্রবেশের দাবি তুলে সাময়িক সময়ের জন্য রাস্তা অবরোধে সামিল হন তাঁরা। এরপর বিক্ষোভ অবস্থানে পর কমিটির তরফে প্রতিনিধি মূলক নেতা কর্মীরা পুর কর্তৃপক্ষকে বিভিন্ন দাবি তুলে ধরলেন স্মারকলিপির মধ্য দিয়ে।

কমিটির দাবি, দ্রুত আম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি বিনে পয়সায় পানীয় জলের পরিষেবা দিতে হবে। কেউ পাঁচ বছর, আবার কেউবা সাত বছর থেকে বৃদ্ধ-বৃদ্ধা ও বিধবা ভাতার আবেদন করে যাচ্ছেন পুরসভা ও দুয়ারে সরকার শিবিরে। কিন্তু আজও ভাতা চালু হয়নি, দ্রুত ভাতা দেওয়ার দাবি তোলা হয়েছে। হাউজ ফর অল প্রকল্পের ঘর বানানোর টাকা নিয়ে টালবাহানা করছে পুরসভা, সঠিক সময়ে দ্রুত ঘর তৈরির সব ধাপের টাকা দিতে হবে৷ এ ছাড়া শহরের বেহাল রাস্তা সংস্কার সহ বিভিন্ন দাবি তুলে এদিনের আন্দোলন বলে জানালেন সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মণ।

এদিকে ভাতা না পেয়ে খুবই সমস্যার মধ্যে রয়েছে বয়স্করা অভিযোগ তুললেন৷ পুরসভার এক্সজেটিউটিক অফিসার দেবদুলাল পাত্র বলেন, “মোট দশ দফা দাবি তুলে ধরলেন তাঁরা। আমরা পুর পরিষেবা যতটা পাচ্ছি মেটানোর চেষ্টা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *