আমাদের ভারত, ব্যারাকপুর, ২ এপ্রিল: সাত সকালে কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়ার রাজীব নগর এলাকায় উদ্ধার রক্তাক্ত তৃণমূল নেতা এনায়েতুল্লাহ ওরফে রোহনের (৩৮) মৃতদেহ। বাড়ির পাশেই গত কাল মঙ্গলবার গভীর রাতে মদ্যপান করার সময় পিছন থেকে তাকে গুলি করে খুন করা হয় তাকে বলে সন্দেহ। সকালে উঠে স্থানীয়রা দেখতে পেলে তড়িঘড়ি সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী।
রোহন এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিল এবং তার সঙ্গে ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রোমোটারি করতো বলে পুলিশ সূত্রে খবর। গতকাল রাতে মদের আসরে রোহনের সঙ্গে আর কারা ছিল সেটা খোঁজ করছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
তবে স্থানীয় সূত্রে খবর, প্রোমোটারি ও জমির দালালি সংক্রান্ত কোনো বিষয়ে ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মত বিরোধের জেরেই এই খুন বলে ধারণা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ।