Power minister, Meeting, ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে বিদ্যুৎমন্ত্রীর বৈঠক

আমাদের ভারত, ২ এপ্রিল: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যজুড়ে তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা নিল বিদ্যুৎ দফতর। চালু হলো সর্বক্ষণের কন্ট্রোল রুম।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিদ্যুৎ উন্নয়ন ভবনে ভিডিও কনফারেন্সিং- এর মাধ্যমে সারা বাংলার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের প্রধান সচিব শান্তনু বসু সহ বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিকরা।

বৈঠকে মন্ত্রী বেশ কিছু নির্দেশ দেন। সেগুলি হল-
১. বিদ্যুতের বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে সমস্ত পরিকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ।
২. সর্বত্র ২৪x৭ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার ব্যবস্থা করা।
৩. ঝড়ের ফলে কোনো বিপর্যয় হলে তা দ্রুত স্বাভাবিক করা।

মন্ত্রী এদিন জানান, বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত কোনো সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে আজ থেকে বিদ্যুৎ ভবনে চালু হচ্ছে ডব্লিউ.বি.এস.ই.ডি.সি.এল. এর ২৪x৭ কন্ট্রোল রুম। যার নম্বরগুলো হলো ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *