পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: বুধবার বিকেলে মেদিনীপুর শহরের দু’ নম্বর ওয়ার্ডের বঙ্কিম পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ালো এলাকাবাসীদের মধ্যে।
জানাগেছে, এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বঙ্কিমপল্লীর একটি প্লাস্টিক কারখানার বাইরে দাঁড়িয়ে থাকা একটি বোলেরো গাড়ির নিচে কোনভাবে আগুন লেগে যায়। সেই আগুন নিমেশে ভয়াবহ রূপ ধারণ করে এবং প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে প্লাস্টিক কারখানার ভেতরে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো আকাশ। এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় স্থানীয় কাউন্সিলর মিতালী ব্যানার্জিকে। ঘটনাস্থানে তৎক্ষণাৎ পৌঁছান কাউন্সিলর। তিনি দমকল দপ্তরে খবর দেন।
ঘটনাস্থানে প্রথমে দমকলের একটি ইঞ্জিন এলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরে আরো দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। সন্ধে সাড়ে সাতটা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থানে আসেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে কিভাবে আগুন লাগল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।