পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন গবাদি পশুর হাটের পাশে থাকা এক গৃহস্থের বাড়িতে হঠাৎই আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির জিনিসপত্র। এই নিয়ে কার্যত দুশ্চিন্তায় ভুগতে থাকে ওই পরিবার। বুধবার বিকেলে ওই পরিবারের পাশে দাঁড়ালেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।
এদিন খাদ্য সামগ্রী সহ বেশ কিছু সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, উপপ্রধান সিরাজুল পাঠান, হাবিবুল্লা খান সহ অন্যান্যরা।পাশাপাশি এদিন ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।