Sukanta, BJP, পাথরপ্রতিমা বিস্ফোরণে জামাত যোগের আশঙ্কা প্রকাশ সুকান্তর

আমাদের ভারত, ২ এপ্রিল: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত হওয়া দরকার, এই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। দিল্লিতে রওনা দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণ সম্পর্কে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেমন সরব হন, তেমনই এক বড়সড় আশঙ্কাও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি বলেন, প্রতি দু-তিন মাস অন্তর রাজ্যে এই ঘটনার দেখা মিলবে। রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বারুদের ওপর দাঁড় করিয়ে রেখেছেন। এই ঘটনার সঙ্গে ভারত বিরোধী কোনো শক্তি জড়িয়ে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ ২৪ পরগনা পুরোপুরি জেহাদিদের হাতে চলে গেছে। উত্তর ২৪ পরগনায় এখন জেহাদিকরণ চলছে।

তিনি আরও বলেন, এটা জানা দরকার যে, জামাত থেকে বা বাংলাদেশের কোনো ভারত বিরোধী শক্তির যোগাযোগ আছে কিনা। সেটার তদন্ত হওয়া দরকার। তিনি জানান, দিল্লিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে তদন্তের আবেদন করবেন।

এরপর এই ঘটনায় পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, এ ঘটনা সবাই জানত। তাছাড়া এসব হয় নাকি, পুলিশ জানতে পারেনি এতটা অপদার্থ আমাদের পুলিশ নয়।

এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ যখন চড়ছে তখন এলাকাবাসীদের অভিযোগ, পুলিশের একাংশ এই অবৈধ কারখানার কার্যকলাপে মদত দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ নিয়মিত টাকা নিতো কারখানার মালিকদের কাছ থেকে।

অন্যদিকে নবান্ন সূত্রে খবর, পাথরপ্রতিমার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও। নিজে এই ঘটনার খোঁজখবর নিয়েছেন। তাঁর নির্দেশই নবান্নে এই নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে জেলাশাসকের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *