আমাদের ভারত, ২ মার্চ: টিএমসির অর্থ এখন তু ম্যায় অউর করাপশন। কৃষ্ণনগরের সভা থেকে এভাবেই রাজ্যের শাসক দলকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। কয়েক মাস ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। আজকের সভায় তারই পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী। মোদী আজ বলেন, এখন টিএমসির অর্থ বদলে গিয়েছে। টিএমসির নতুন অর্থ তু ম্যায় অউর কোরাপশন।
গত কয়েক মাস ধরে বকেয়া নিয়ে আন্দোলনে নেমেছে রাজ্য সরকার। কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে। আজ সেই ১০০ দিনের কাজের প্রসঙ্গ উঠে এলো মোদীর বক্তব্যে। যুব সমাজের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাড়ি বাড়ি গিয়ে একটি তথ্য দিন, ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে। যে জন্মায়নি তারও জব কার্ড তৈরি হয়েছে। যেটা গরিব শ্রমিকের পাওনা সেটাও তৃণমূলের তোলাবাজরা নিয়ে নিয়েছে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত স্কিমকে স্ক্যামে বদলে দেয়। বিজেপির কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের ৬ কোটি ভাই বোনকে বিনামূল্যে রেশন দিচ্ছে। আগামী পাঁচ বছরও সেটাই চলবে, কিন্তু এই প্রকল্পেও তৃণমূল নিজের স্টিকার লাগায়। এরা গরিবের রেশন লুট করতেও পিছপা হয় না।
তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখানে যেভাবে তৃণমূলের রাজনীতির খেলা চলছে তা বাংলাকে হতাশ করে দিয়েছে। বাংলার মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে বারবার সুযোগ দিয়েছে, কিন্তু টিএমসি অত্যাচার ও বিশ্বাসঘাতকতার অপর নাম হয়ে গিয়েছে। টিএমসির কাছে দুর্নীতি ও পরিবারবাদ সবার আগে। টিএমসি মানে বিশ্বাসঘাতকতা, অত্যাচার। তৃণমূল মানে দুর্নীতি, পরিবার বাদ।
জনসভায় আসার আগে কৃষ্ণনগরের প্রশাসনিক সভায় যান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে ফারাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত চার লেন জাতীয় সড়কের প্রকল্পের উদ্বোধন। এর পাশাপাশি বাজারসৌ- আমিনগঞ্জ ডাবল লাইন রেলপথের উদ্বোধন করে প্রধানমন্ত্রী। এছাড়া পুরুলিয়ার রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন মোদী। তিনি জানান, এই প্রকল্পে প্রায় এগারো হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।