Patrolling, West Medinipur, আজ থেকে পশ্চিম মেদিনীপুরে শুরু হলো আধা সামরিক বাহিনীর টহল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: গতকাল অর্থাৎ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলায় এসে পৌঁছেছে ২ কোম্পানি আধা সামরিক বাহিনী। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই আধা সেনা এসে পৌঁছনোর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন দুই কোম্পানি মহিলা বাহিনী এসে পৌঁছেছে, সি-২৩২ এবং ই- ২৩২। নির্বাচনের আগে সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এদিনই তাদের দাসপুর ও মোহনপুর থানা এলাকায় পাঠানো হয়।

এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোরদার টক্কর হবে বিজেপির। গোলমাল ঠেকাতে তৎপরতা চালাচ্ছে নির্বাচন কমিশন। আজ সকাল থেকে দাসপুর এবং মোহনপুর এলাকার বিভিন্ন গ্ৰামে টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী। পাশাপাশি গ্ৰামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে সমস্যা শুনছে এবং সাধারণ মানুষের মধ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানায় তারা। কোনো সমস্যায় পড়লে যেন নিশ্চিন্তে কেন্দ্রীয় বাহিনীকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *