আমাদের ভারত, ৬ জানুয়ারি: প্রকাশ্য দিবালোকে মালদার তৃণমূল নেতাকে রীতিমতো তাড়া করে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। একাংশ তৃণমূল নেতারা দাবি করেছেন, গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই পরিণতি হয়েছে বাবলা সরকারের। এবার দলের নেতার মৃত্যুর পর দাহ করার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই স্থানীয় একাংশ তৃণমূল নেতাদের আনন্দে মেতে নাচ গান করতে দেখা গেল। সেই ছবি পোস্ট করেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, এই সমস্ত বিষয় গুলো প্রমাণ করছে সবটা ষড়যন্ত্র।
নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার একটি অনুষ্ঠানের ছবি পোস্ট করে লিখেছেন, “মনে হচ্ছে “তৃণমূল” এবং “নির্লজ্জতা” একটি কারণে সমার্থক হতে পারে। জেলা তৃণমূলের প্রতিষ্ঠাতা নেতা বাবলা সরকারকে খুনের ঘটনায় তোলপাড় চলছে, তার স্ত্রী রাজনৈতিক ষড়যন্ত্র ও খুনের বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তবুও, তার অন্ত্যেষ্টিক্রিয়ার মাত্র ২৪ ঘন্টা পরে, তার অন্তিম যাত্রার সময় শোকাহত নেতাদের একটি মেলার উদ্বোধনে মঞ্চে হাসতে দেখা গেছে, প্রদীপ জ্বালাতে দেখা গেছে। গান আর নাচ ছিল পুরোদমে। কি ধরনের মেলা? সরকারি আয়োজন নয়, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর ছেলে রিয়াজুল করিম বক্সীর মালিকানাধীন স্কুলের একটি বেসরকারি মেলা। সেই মেগা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট, জেলার দুই মন্ত্রী, তৃণমূলের একাধিক নেতা! বাবলা সরকারের স্ত্রী হয়তো ঠিকই বলেছেন যে, দলের মধ্যে অনেকেই সব জানত- সবই ষড়যন্ত্র!”
দলের এত বড় একজন নেতার এভাবে মৃত্যুর পর পুলিশের উদ্দেশ্যেও গাফিলতির অভিযোগে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তার মধ্যে জেলার একাংশ নেতাদের দেখা গেল আনন্দে মেতে উঠতে।