আমাদের ভারত, ৬ জানুয়ারি: প্রায় প্রতিদিনই
ডিজিটাল জালিয়াতির খবর মিলছে দেশের নানা প্রান্তে। আর এই জালিয়াতি রুখতে লাগাতার সতর্কবার্তা দিয়ে প্রচারও করছে কেন্দ্র সরকার। তারই মধ্যেই কেন্দ্র সরকারের মন্ত্রীদের ছবি ব্যবহার করে জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ জানালেন মোদী সরকারের শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সমাজ মাধ্যমে সুকান্ত মজুমদারের ছবি সম্মিলিত পোস্ট ছড়িয়েছে। পোস্টটিতে মহিলাদের ঋণ দেওয়ার প্রস্তাব এমনভাবে দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বিজ্ঞাপন। ঘটনা জেনে তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
সমাজ মাধ্যমে যে পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে তা আসলে একটি অ্যাপে ঢোকার গেট। সেই পোস্টে সুকান্ত মজুমদারের ছবি রয়েছে। কোথাও ছবির পাশে কোথাও ছবির নিচে লেখা প্রিয় বোনেরা সুদ ছাড়াই ৪০ হাজার টাকা পাবেন। প্রতি মাসে মাত্র ৫৫৯ টাকা দিতে হবে।
পোস্টটির ডিজাইন এমন যে দেখে মনে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কোনো সরকারি প্রকল্পের সুবিধার বিষয়ে মহিলাদের সচেতন করছেন। পোস্টটিতে ক্লিক বাটন রয়েছে তাতে লেখা এভাবে আবেদন করুন। ওই পোস্টে ক্লিক করলেই ঢুকে যেতে হচ্ছে একটি অ্যাপে। সেই অ্যাপ ইন্সটল করে আবেদন করলে ঋণ পাওয়া যাবে বলে জানানো হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই অ্যাপ ইন্সটল করানোই হল ফাঁদ। অ্যাপের মাধ্যমে তথ্য চুরি করে গায়েব করা হতে পারে টাকা। কতবার ঋণ দেওয়ার নাম করে অন্য কোনো আর্থিক প্রতারণার ফাঁদে ফেলা হতে পারে।
পোস্টটি সুকান্ত মজুমদারের নজরে আসে রবিবার নিজের জেলা দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকে চিঠি দেন সুকান্ত মজুমদার। অবিলম্বে বিষয়টি তদন্ত করতে এবং পদক্ষেপ করতে পুলিশ সুপারকে চিঠি লিখে অনুরোধ করেন তিনি।
সোমবার কেন্দ্রীয় মন্ত্রী বলেন,”আমার ছবি অবৈধ ভাবে ব্যবহার করে একটি অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়া হবে বলে প্রচার চলছে দেখতে পেলাম। পরে দেখলাম শুধু আমার ছবি নয়, আরো অনেক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে এসব করা হচ্ছে। পুলিশ সুপারকে চিঠি লিখেছি। আশা করছি জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।