পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: আজ থেকে মেদিনীপুরের বার্জ টাউন মাঠে শুরু হলো ১২ দিনের খাদি মেলা। রাজ্যের ১৫টি জেলা থেকে এবং বাইরের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খাদি কাপড়ের বিভিন্ন সম্ভার নিয়ে হাজির হয়েছে বিক্রেতারা। বিশেষত গ্ৰামীন কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এবং গ্ৰামীন অর্থ নীতিকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকারের খাদি বোর্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর খাদি মেলার (২০২৪-২৫) আয়োজন।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মেলার উদ্বোধন করলেন রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান বিধায়ক কল্লোল খাঁ, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায়, বিধায়ক সুজয় হাজরা, অজিত মাইতি, মমতা ভু্ঁইঞা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, অতিরিক্ত জেলা শাসক সুমন মাহান্তি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।
মেলায় খাদি কাপড়ের সামগ্ৰী ছাড়াও বিভিন্ন স্ব-সহায়ক দলের তৈরি মাটির ও কাঠের তৈরি হস্ত শিল্পের সামগ্ৰীও পাওয়া যাবে। গত বছর এই খাদি মেলা থেকে দুই কোটি চব্বিশ লক্ষ টাকার ব্যবসা হয়েছিল। এই বছর প্রায় সাড়ে তিন কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় আগত ক্রেতাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।