Flower Fair, Bankura, বাঁকুড়া পুষ্প মেলায় আশ্চর্য সবজি আর বাহারি ফুল দেখতে ভিড় উৎসাহীদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ জানুয়ারি: বাঁকুড়া পুষ্প মেলায় হাজির আশ্চর্য সবজির ফলন, অর্কিড থেকে ক্যাকটাস, বাহারি ফুল। এসব চাক্ষুষ করতে মেলায় ভিড় পুষ্প প্রেমীদের। গতকাল থেকে শুরু হয়েছে বাঁকুড়া পুষ্প মেলা। ৩৮বছর ধরে প্রতি শীতের মরশুমে বাঁকুড়া পুষ্প মেলা ও প্রতিযোগীতার আয়োজন হয়ে চলেছে।এবছরও মেলায় হাজির নানা প্রজাতির বিভিন্ন ফুল। সেই সঙ্গে হাজির অবিশ্বাস্য সবজি ফলানোর নজির।টবের একটি গাছেই ফুলকফি, বাঁধাকফি ওলকফি। মেলায় পরিচয় ঘটছে এক ঔষধি সবজির।জুকিনী নামক ওই সবজির পাতা কুমড়ো গাছের মতোই।আয়ুর্বেদিক চিকিৎসায় এই সবজির বিরাট কদর।

বাঁকুড়ার মত রুক্ষ মাটিতে অর্কিড যেমন নজর কেড়েছে তেমনি নানা ধরনের ক্যাকটাস দেখে প্রশংসায় পঞ্চমুখ পুষ্পপ্রেমীরা। এরই মাঝে আরও এক অবিশ্বাস্য চন্দ্রমল্লিকার টব। একটি টবেই হাজার চন্দ্রমল্লিকার সমাবেশ। ফুলের মেলায় আরও চমক দেখা যাবে। বেগেনভেলিয়া, পিটুনিয়ার বিভিন্ন প্রজাতির ফুল, গোলাপ, গাঁদা তো আছেই। গতকাল সন্ধ্যার প্রাক মুহূর্তে পুষ্প মেলার উদ্বোধন হয় পুরসভার চেয়ারম্যান অলকাসেন মজুমদার ও ভাইস চেয়ারম্যান হিরণ চট্টরাজের হাত ধরে। প্রদীপ প্রজ্জ্বোলন করে উদ্বোধন হয় মেলার।

মেলা কমিটির সভাপতি বিপ্রদাস মিদ্দা বলেন, বাঁকুড়া শহরে ৩৮ বছর ধরে এই মেলার আয়োজন করে চলেছি, পুষ্প প্রেমী ও শহরের বিশিষ্ট জনেরা উৎসাহ জুগিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই ধরনের মেলা ও প্রতিযোগিতার জন্য সরকারি স্তরে আর্থিক সহযোগিতার প্রয়োজন। উদ্যোক্তারা জানান, কলকাতা থেকে প্রখ্যাত উদ্ভিদ ও পুষ্প বিশারদরা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। আগামীকাল বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *