Ram, “রাম” নামে খ্যাত সানাবাঁধ গ্ৰামে আনন্দের জোয়ার, বিশেষ পূজা পাঠের আয়োজন

আমাদের ভারত, বাঁকুড়া, ২১ জানুয়ারি: অযোধ্যায় রামমন্দির ও রামলালার বিগ্ৰহের প্রাণ প্রতিষ্ঠা ঘিরে সারা দেশে যখন তুমুল উন্মাদনা তখন বাঁকুড়া শহরের উপকন্ঠে পশ্চিম সানাবাঁধ গ্ৰামের প্রাচীন রামমন্দিরে চলছে নিষ্ঠা সহকারে পুজোর আয়োজন।সারা গ্ৰামে আনন্দের পরিবেশ।

এই গ্ৰামেই মুখোপাধ্যায় পরিবারের বাস। এই পরিবারের কুলদেবতা শ্রীরাম। সেই সূত্রেই এই পরিবারের বংশের নবজাতকের নামকরণ করা হয় রামের নাম নিয়ে। রামময়, রামশঙ্কর, রামশরণ ইত্যাদি।আর এই রামনামের কারণে এলাকাটি “রামপাড়া”য় পরিণত হয়েছে।

মুখোপাধ্যায় পরিবার সূত্রে জানাগেছে, তাদের বংশের কুলদেবতা রূপে শ্রীরাম পূজিত। একসময় বংশেরই একজন স্বপ্নাদেশ পাওয়ার পর শ্রীরামচন্দ্রকে কুলদেবতা রূপে পূজা করা হয়, এবং রীতি মেনে নবজাতকের নামকরণ করা হয় রাম নাম দিয়ে।

মুখোপাধ্যায় পরিবারের সদস্য রামময় মুখোপাধ্যায় পেশায় সঙ্গীত শিক্ষক। তার প্রতিষ্ঠিত সঙ্গীতের স্কুলের নামকরণও করেছেন রাম নাম দিয়ে- রামশরন সঙ্গীত মহাবিদ্যালয়। তিনি জানান, গ্ৰামেই রয়েছে শ্রীরামচন্দ্রের মন্দির। অযোধ্যায় নবনির্মিত মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠায় আমরা সবাই উছ্বাসিত। ওইদিন আমাদের মন্দিরেও বিশেষ পূজা পাঠ, প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। ওইদিন তিনি সকলকে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *